
কাউখালীতে ঈদের দিন সকালে পশু কোরবানীকে কেন্দ্র করে এক সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলা পারসাতুরিয়া গ্রামের হায়দার আলী মুন্সির ছেলে হাঈনুল ইসলাম (৪০), মোঃ কামরুল ইসলাম (৩৮), মোঃ শাহীন (৩৫)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় হাঈনুল ইসলামকে ঢাকা মেডিকেলে এবং কামরুল ইসলামকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আশংকজনকভাবে ভর্তি করা হয়েছে। অপরদিকে শাহীনকে প্রাথমিক চিকিৎসা দেয়ে হয়েছে।
এর অভিযোগে কাউখালী থানায় মামলা হলে ২ জনকে পুলিশ গ্রেপ্তাার করে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন পারসাতুরিয়া গ্রামের আলী হোসেন মিয়ার ছেলে মোঃ শওকত হোসেন মিয়া এবং সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবিদ হোসেন। জানা যায়, উপজেলার পারসাতুরিয়া ঈদের দিন সকালে নামাজ শেষে পশু কোরবানীর দেয়ার জন্য আদম আলী ব্রিজের উত্তর পাশে অহেদিয়া জামে মসজিদের সামনে গরু প্রস্তুতকারে মসজিদের পবিত্র ও পরিচ্ছন্নতা রক্ষার জন্য শাহীন বাধা নিষেধ করলে এক পর্যায়ে আসামীদ্বয়দের সাথে তর্ক বিতর্কের মাধ্যেম ঘটনাস্থলে পশু কোরাবনী দেয়ার জন্য আনা ধারালো অস্ত্র দিয়ে আহত করে হাঈনুল, কামরুল ও শাহীনকে। এ ব্যাপারে ঈদের দিন দুপুরেই ৫জনকে আসামী করে শাহীনের ভাই মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।