আজ

  • মঙ্গলবার
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ঈদুল আজহা উদযাপন

আপডেট : আগস্ট, ২৩, ২০১৮, ৮:১৩ পূর্বাহ্ণ

 

শহর প্রতিনিধি::
সারা দেশের মতো ফেনীতে পালিত হচ্ছে মুসলমানদের আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন। কোরবানির মাংস বিলিয়ে দেন আত্মীয়স্বজন থেকে শুরু করে গরীব অস্বচ্ছল মানুষদের মুখে। আর্থিক সহায়তা দেন গরীব দুঃখীদের হাতে। সকালে ঈদের জামাতের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসব। এতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন মুসলমানরা।
এখন এক আত্মীয় ছুটছেন তাদের আত্মীয়দের বাড়িতে। কুশল বিনিময় করছেন একে অপরের।
এর আগে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত জহিরিয়া জামে মসজিদে ৭ টা ১৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জিএ একাডেমী স্কুল মাঠে ৮ টা ১৫ মিনিটে, সার্কিট হাউজ জামে মসজিদে ৮টায় ও স্টেশন রোড জামে মসজিদে ৮ টা ১৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও শহরের পাগলা মিয়া তাকিয়া জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে, মমিন জাহান জামে মসজিদে ৮টায়, রামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ৭টায়, শান্তি কোম্পানী জামে মসজিদে ৮টায়, পাঠান বাড়ি জামে মজজিদে ৮টায়, মহিপাল কোব্বাত আহম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে, মজারিয়া ঈদগাহ ময়দানে সাড়ে ৭টায়, রামপুর জামে মসজিদে ৮টায়, পশ্চিম রামপুর ঈদগাহ ময়দানে ৮টায়, মীর বাড়ি জামে মসজিদে সাড়ে ৭টায় ও বায়তুল হক জামে মসজিদে সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!