
ফেনী শহরের আদালত পাড়া সংলগ্ন একটি দোকানে চাঁদা না পেয়ে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা ছাত্রলীগের এক নেতা। ঘটনার ৬ মাস পর বিষয়টি জেনে গতকাল বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপে তালা খুলে ব্যবসায়ীকে দোকান বুঝিয়ে দেয়া হয়েছে।
সূত্র জানায়, আদালত প্রাঙ্গনের প্রধান ফটকের শহীদুল ইসলাম সোহাগের মালিকানাধীন কনফেকশনারি দোকান ‘সোহাগ স্টোর’ থেকে মাসিক ১ হাজার ৫শ টাকা হারে চাঁদা আদায় করতো জেলা ছাত্রলীগের সদস্য এখলাস উদ্দিন খন্দকার বাবলু। গত প্রায় ৬মাস আগে চাঁদার পরিমাণ বেড়ে ৫ হাজার টাকা দাবী করে। উল্লেখিত টাকা না দেয়ায় বাবলু তার সহযোগিদের নিয়ে দোকানটি দখল করে অন্যত্র ভাড়া দিয়ে দেয়। দীর্ঘদিন অনেকের কাছে ঘুরে ফল না পেয়ে গতকাল বুধবার তিনি বিষয়টি নিজাম হাজারীকে অবহিত করেন। এ ঘটনায় নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে জেলা যুবলীগের পরিবেশ সম্পাদক সাহেদ মামুন ঘটনাস্থলে গিয়ে দোকানটি উদ্ধার করে ব্যবসায়ী সোহাগকে বুঝিয়ে দেন।