আজ

  • বুধবার
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ২০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : আগস্ট, ৩১, ২০১৮, ৬:১২ অপরাহ্ণ

ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলম সরকার সাহেবের বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশিদ সাহেবের সার্বিক তত্বাবধানে…………..এসআই(নি:) নিয়াজ মোহাম্মদ খাঁন এর নেতৃত্বে এএসআই(নিঃ) দিদার আলম, এএসআই(নিঃ) মোঃ রবিউল হাসান, এএসআই(নিঃ) বটন কান্তি দে, কং-সনেট কুমার দে, কং-৬১৭ জসিম উদ্দিন এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১/০৮/২০১৮ ইং তারিখ ০৭ঃ৫০ ঘটিকার সময় ফেণী সদর থানাধীন ফতেহপুর ষ্টার লাইন সিএনজি ফিলিং ষ্টেশনের উওর পার্শ্বে আব্দুল মালেক মিয়ার চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. মোঃ নুরুল কাউছার প্রকাশ তুহিন (২৩) পিতাঃ মোঃ নুরুল হুদা,মাতাঃ নিলুফার ইয়াছমিন, সাংঃ পূর্ব কাছাড়া(ফরায়েজী বাড়ী), থানা ও জেলাঃ ফেনী কে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে ২০০(দুইশত) পিস নেশা জাতীয় মাদক দ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেণী মডেল থানায় মামলা রুজু হয় ।

error: Content is protected !!