আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইএফএ দাবি মানেনি সালাহর

আপডেট : আগস্ট, ৩১, ২০১৮, ১২:৪৯ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক :
তারকা খ্যাতির বিড়ম্বনার বিষয়টি অজানা নয় কারো। পছন্দের তারকা পেলেই ঝাঁপিয়ে পড়ে ভক্তরা; চান অটোগ্রাফ আর কয়েক সেকেন্ডের সান্নিধ্য। এমন বিড়ম্বনা এখন নিত্য দিনের সঙ্গী মোহাম্মদ সালাহর। তাতে বিরক্ত হয়ে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) কাছে বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন সালাহ। কিন্তু তার দাবি মানেনি ইএফএ।
গত মৌসুমে আচমকা জ্বলে উঠেন সালাহ। ক্লাব প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে আলো ছড়িয়ে রাতারাতি বনে যান তারকা। কিন্তু জাতীয় দল মিসরের জার্সিতে দায়িত্ব পালনের সময় খ্যাতির চাপটা নিতে পারছেন না সালাহ। মাঝরাতেও ভক্তরা জ্বালাচ্ছেন অটোগ্রাফের জন্য। তাই নিজের নিরাপত্তা বাড়ানোর দাবিতে ইএফএ-এর নিকট লিখিত আবেদন করেন এই ফরোয়ার্ড।
কিন্তু ইতিবাচক সাড়া তো পাননি; উল্টো মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন কটূ কথাই শুনিয়েছে সালাহকে। এক বিবৃতিতে ইএফএ জানায়, ‘খেলার চেয়ে বড় নয় কোনো খেলোয়াড়। ফুটবল একটি দলীয় খেলা। পৃথক কোনো খেলোয়াড়ের প্রচেষ্টায় এখানে ফলাফল আসে না। ইএফএ এবং টিম ম্যানেজমেন্ট প্রত্যেক খেলোয়াড়কে সমান এবং সম্মানের চোখে দেখে।’

 

error: Content is protected !!