
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবাই তাকে চেনেন ” অজ্ঞাত রোগীর বন্ধু ” হিসেবে। হাসপাতালের বারান্দায় ঘুরে ঘুরে এ ধরনের রোগীর সন্ধান আর সেবা করাকেই তিনি জীবনের দায়িত্ব হিসেবে নিয়েছেন।সাইফুল ইসলাম নেছার, যিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত রুগীদের একমাত্র অভিভাবক হয়ে যান এবং স্বতঃস্ফূর্তভাবে মানব সেবায় নিয়োজিত থাকেন সবসময় । সারাদিন চাকুরি শেষ করে কোন রেস্ট না নিয়ে আবার অনাথ, দুস্থ এবং যাদের ঔষুধ কেনার সামর্থ নাই তাদেরকে টাকা এবং ঔষুধ দিয়ে সহায়তা করেন।সেই আমাদের ফেনীর গৌরব, আমাদের অহংকার। মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করি নেছার ভাই যেন এইভাবে দেশ এবং দেশের মানুষের সেবা করতে পারেন।