
চট্টগ্রামের মিরসরাইতে বারইয়ারহাট রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকা থেকে খাগড়াছড়ি গামী এস আলম বাসকে বারইয়ারহাট রেল ক্রসিং পার হওয়ার সময় ধাক্কা দেয়। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় বাসটি ৫শ ফুট দুরে গিয়ে ধুমড়ে মুছড়ে যায়। এতে আটকা পড়ে যায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। প্রায় ২ ঘন্টা ট্রেন চলাচল ও বারইয়ারহাট রামগড় সড়কে যানচলাচল বন্ধ থাকে। চট্টগ্রাম থেকে উদ্ধাকারী ট্রেন এসে বিজয় এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম ও মিরসরাইয়ের ফায়ার সার্ভিস এর ৪টি টিম যৌথ ভাবে কাজ করে উদ্ধার কাজ সম্পন্ন করে। ঘটনাস্থল এলাকায় মাছ বাজারে ভোরে লোকজন থাকায় তারা আহতদের স্থানীয় মিরসরাই মাস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে বেশকিছু যাত্রীর অবস্থা আশংকা জনক থাকায় তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। নিহতদের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।স্থানীয়দের অভিযোগ বারইয়ারহাট রেল ক্রসিংর এর গেইটম্যান আরিফ সঠিক ভাবে দায়িত্ব পালন করে না। গেইট এলাকায় অবৈধ ভাবে দোকান বসিয়ে টাকা আদায়ে ব্যস্ত থাকে। রাতে ঘুমিয়ে পড়ার কারণে গেইটে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর গেইটমেন পলাতক রয়েছে।