আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পরশুরামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা

আপডেট : সেপ্টেম্বর, ৩, ২০১৮, ৮:১২ অপরাহ্ণ


পরশুরামে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব -১৭)। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, শিক্ষা অফিসার সাইফুল রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম সফিকুল হোসন মহিম, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কাউন্সিলর এনামুল হক এনাম, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন সুমন, আবদুল মান্নান, স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

পরশুরাম উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অনুর্ধ্ব-১৭ উপজেলার বাছাইকৃত সেরা খেলোয়ার সুযোগ পাবে জেলা পর্যায় টুর্ণামেন্টে। ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে যাদের বয়স ১৭ বছরের মধ্যে তারাই এই খেলায় অংশগ্রহন করতে পারবে।

error: Content is protected !!