আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কির্গিজস্তানে মসজিদ উদ্বোধন করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

আপডেট : সেপ্টেম্বর, ৩, ২০১৮, ১২:৫৯ পূর্বাহ্ণ


কির্গিজস্তানের রাজধানী বিশকেকে তুরস্ক সরকারের অর্থায়নে নির্মিত একটি মসজিদ উদ্বোধন করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। এসময় সাথে ছিলেন, কির্গিজ প্রেসিডেন্ট সুরুনবাঈ জেনবিকোভ।

৭ হাজার বর্গমিটার আয়তনের এ মসজিদটিতে একই সাথে ২০ হাজার মুসুল্লি নামজ আদায় করতে পারবে।

আজ রোববার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ‘ইমাম শেরাহশী’ নামক মসজিদটি উদ্বোধন করেন তিনি।

এ সময় বক্তব্য দানকালে তিনি বলেন, এটা আমাদের মিল বন্ধন। এর মাধ্যমে আমাদের ধর্ম, ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হবে। আমি আশাকরি এ কাজটি আমাদের মাঝে ঐক্যের প্রতীক হয়ে থাকবে। এর কারণে আমরা উভয় রাষ্ট্রের জনগণ প্রশান্তি লাভ করবো। আমরা দু’টি রাষ্ট্র হলেও আদতে আমরা একই জাতি। সবচে বড় কথা আমরা সবাই মুসলিম উম্মাহ’র অংশ।

উল্লেখ, গত শনিবার এরদোগান স্বীয় স্ত্রী আমেনা এরদোগানকে সাথে নিয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফরে কিরগিজস্তান আসেন। তাঁর সাথে আরো রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ তাশাউশুগ্লু, প্রতিরক্ষামন্ত্রী খুলিছী আকারসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী।

error: Content is protected !!