সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীদের স্থান ফেনীতে হবে না বলে হুশিয়ারী উচ্চারন করেছে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন আগামী ৩ মাস পরে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচুক্রী মহল সংখ্যালঘুর উপর হামলা ও নির্যাতন চালায়। যদি ফেনীতে নির্বাচন আগেও পরে সংখ্যালঘু মা বোনদের হামলা নির্যাতন হলে তাদের শাস্তির দায়িত্ব আমি নিলাম। আপনারা নির্ভয়ে নির্ভিঘ্নে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহযোগিতা করুন। তিনি রবিবার(২আগস্ট) বিকেলে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রাজীব খগেশ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার উক্য সিং, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট হীরালাল চক্রবর্তী, সাবেক সভাপতি এডভোকেট বিমল চন্দ্র শীল প্রমূখ।
সভাশেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সনাতন ধর্মালম্বরী।