SHakhawat Hossain Rubel-
দাড়ি রাখা ওয়াজিব , নবী রাসূলদের সুন্নাহ<>==<<>>==<<>>==<<>>==<<>>==🌱🌱🌱
১.}} দাড়ি রাখা ওয়াজিব এবং খন্ডন করা ইজমায়ে উম্মত এর মতে হারাম। অনুরূপ এক মুষ্টির কম দাড়ি রাখার উদ্দেশ্যে কর্তন করা যেমন-পশ্চিমা দেশের অনেকে এবং হিজড়া প্রকৃতির লোকেরা কর্তন করে কোন আলেম এই নিয়মকে জায়েয বলেন নি,,,!!!
((আল বাহরুর রায়েক-খন্ড-২, ফতওয়ে শামী-খন্ড-৪ পৃষ্টা-১২৩))🌴🌴🌴🌴
২.}} যারা দাড়ি রাখা ও লম্বা করাকে আয়েব,,🌱🌱 মনে করে এবং দাড়িওয়ালাদের বিদ্রুপ করে-এই সমস্ত কাজে ঈমান রক্ষা করা কঠিন। তাদের তাওবা করতঃ ঈমান নবায়ন করা দরকার। একই সাথে রাসূল (সাঃ) এর নির্দেশ মোতাবেক ছবিছুরাত ঠিক করা আবশ্যক।।((ইছলাহুর-রুসূম-মাও-থানবী))🌴🌴🌴🌴
৩.}} শরী’আত মতে দাড়ির সীমা হবে এক মুঠো,
এর অতিরিক্ত কেটে ফেলা সন্নাত।।।((ফতওয়া শামী))
৪.}} দাড়ি মুন্ডন বা ছাঁটাইকারী ফাসিক বিধায় তার ইমামতি মারূহে তাহরিমী।।।((আহছানুল ফতওয়া))
ফিকহবিদগণের অভিমতঃ-!!!
=>>><><<<=>>><<<>>><<=>><<<=🌱🌱🌱
হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান সায়বানী বলেন- ইমাম আজম আবু হানীফা (র.) ইবনে উমর(রা.) এর উদ্ধিৃতি দিয়ে আমাকে বলেন যে, তিনি ইবনে উমর (রা.) এর মত অর্থাৎ এক মুঠো দাড়ি রাখার মত পোষণ করেন,,,!!!((কিতাবুল আ-ছার))🌴🌴🌴🌴
আল্লামা আবদুল হক,,🌱🌱
মুহাদ্দিসে দেহলভী (র.) বলেন, ‘‘দাড়ি খন্ডন করা হারাম এবং এক মুঠো পরিমাণ বৃদ্ধি করা ওয়াজিব,,,!!!((আশি‘আতুল্লুম’আত-পৃষ্টা-২১২,খন্ড-১))🌴🌴🌴🌴
আল্লামা আবদুল হক,,🌱🌱
মুহাদ্দিসে দেহলভী (র.) বলেন,এক মুঠোর কম দাড়ি রাখা জায়েয নয়,,,!!!((প্রাগুক্ত-খন্ড-৪))🌴🌴🌴🌴
বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ,,🌱🌱
ফয়যুলবারী কিতাবের টীকায় আছে, দাড়ি এক মুঠোর কম রাখা হারাম।। ((খন্ড-৪,পৃঃ-৩৮০))🌴🌴🌴🌴
পরিশেষে বলতে হয়,,🌱🌱
কুর’আন-হাদীস ও ফিকহবিদগণের মত হল-দাড়ি এক মুঠো পরিমাণ রাখা ওয়াজিব। যে বা যারা লম্বা দাড়ি নিয়ে কটাক্ষ বা বিদ্রুপ করে তারা ক্রমান্বয়ে হুযুরে পাক (সাঃ), সাহাবায়ে কিরাম ও খুলাফায়ে রাশীদাকে বিদ্রুপ করছে।।🌴🌴🌴🌴
বিদ্রুপকারীগণ তাদের ভূল বুঝেও না,,🌱🌱
বুঝার ভান করছে। যারা দাড়ি মুন্ডন করে নবী করীম (সাঃ)এর সুন্নাতের বিরুদ্ধাচারণ করছে তারা কি মৃত্যুর সময় জানে?? মোটেই না। দাড়ী কর্তনকারী ব্যক্তি যদি দাড়ি মুন্ডন অবস্থায় মারা যায়, তবে কী জবাব দিবে নবীজীর সামনে,,,!!!🌴🌴🌴🌴
কবরে তো ফেরেশতাগণ আসবেন,,🌱🌱
তখন দাড়িবিহীন চেহারা কিভাবে নবী করিম (সাঃ)
এর সম্মুখে দেখাবেন, আমাদের সকলকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকীম বা সহজ পথ অবলম্বন করার তাৌফিক দান করুন,,,!!!(আমিন)🌴🌴🌴🌴