ওমর আলম -স্টাফ রিপোর্টার”
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। দলের কূটনৈতিক উইংয়ের সদস্যরাও এতে উপস্থিত থাকবেন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, ২১ আগস্টের রায় নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ সমসাময়িক বিষয় তুলে ধরবে বলে জানা গেছে।