আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীর ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্তে অবস্থিত সীমান্ত হাটে নানান অনিয়ম

আপডেট : সেপ্টেম্বর, ৫, ২০১৮, ৭:৪৬ অপরাহ্ণ


স্টাফরিপোর্টঃ
ফেনীর ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্তে অবস্থিত সীমান্ত হাটে নানান অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন সীমান্ত বাজার পরিচালনা কমিটির (বাংলাদেশ পক্ষের) সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিকেএম এনামুল করিম।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই তিনি এ পদক্ষেপ নেন। এসময় স্থানীয় এবং সীমান্ত হাট এলাকার ৫ কিলোমিটারের বেশি দূরত্ব থেকে যেসকল ক্রেতা এসেছেন তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় ক্রয়কৃত মালামাল জব্দ করেন এবং আগামীতে ৫ কিলোমিটার দূরত্বের বাহিরের লোকজনকে এ সীমান্ত হাটে প্রবেশের অনুমতি দিবেননা বলে জানান তিনি। সীমান্ত হাটে দায়িত্বে থাকা বিজিবি সদস্য সহ অন্যান্যদের দায়িত্বে অবহেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম কঠোর হুশিয়ারী প্রদান করেন।
বিনা টিকিটে সীমান্ত বাজারে প্রবেশ, অন্যের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট ক্রয়, সীমান্ত হাটের ৫ কিলোমিটারের বাহিরের লোক হাটে প্রবেশ বন্ধ করা, সীমান্ত হাটের দায়িত্বে থাকা বিজিবি সহ সকল ব্যক্তিদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতি রোধে ব্যবস্থা নেয়া, সীমান্তহাটের আইন অনুযায়ী ক্রেতা কর্তৃক অধিক মালামাল ক্রয়ে বাধা দেয়া, টিকিট কালোবাজারি সহ নানান অনিয়মের বিরুদ্ধে কঠোর তদারকি ও আইনগত ব্যবস্থা নিচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিকেএম এনামুল করিম।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম জানান, সীমান্ত হাটের শৃঙ্খলা বজায় রাখার লক্ষে আগামী বাজার থেকে সকল প্রকার গাড়ী ভিতরে প্রবেশ বন্ধ, রাস্তার দু’পাশে যেসকল দোকানি বসেছে তাদের উচ্ছেদ এবং টিকিট ছাড়া কাউকে সীমান্ত হাটে প্রবেশ করতে দেয়া হবেনা।

error: Content is protected !!