আজ

  • মঙ্গলবার
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নো হেলমেট, নো পেট্রোল’ ফেণীতে

আপডেট : সেপ্টেম্বর, ৫, ২০১৮, ২:২৬ অপরাহ্ণ


S-U-M-
ফেনীতে মোটরসাইকেল চালকদের অনিয়মের বিরুদ্ধে মাঠে নেমেছে পুলিশ। মঙ্গলবার জেলা ট্রাফিক বিভাগ থেকে কঠোর অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়। বুধবার সকাল থেকে শুরু হয় পুলিশের অভিযান। এসময় প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকা ও আইন মেনে চলায় মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ সদস্যরা।
ট্রাফিক পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের নির্দেশে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। তিনি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং আইন মেনে চলার জন্য অনুরোধ জানান।
পুলিশ বিভাগের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মিজান রোডের ব্যবসায়ী জানান, কিছু উঠতি বয়সের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে বাড়ছে দুর্ঘটনা। এ অভিযানের ফলে দুর্ঘটনা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি মাসব্যাপী এ অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানান।
এদিকে পুলিশের অভিযানের খবর পেয়ে লাইসেন্সবিহীন চালকরা অনেকে তাদের মোটরসাইকেল নিয়ে আজ রাস্তায় নামেনি।

error: Content is protected !!