
সালাহ্উদ্দিন মজুমদারঃ
আজ ৬ই সেপ্টেম্বর ফেনী জেলার বালিগাঁও ইউনিয়নের জয়নাল মেম্বারের ২য় মৃত্যু বার্ষিকী। ২০১৬ সালের ৬ই সেপ্টেম্বর রাত ৮টায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। যুবলীগ নেতা জয়নাল মেম্বার ছিল বালিগাঁও ইউনিয়নের একজন জনপ্রিয় ও সাহসী মেম্বার। তার জনপ্রিয়তা ও সাহসিকতার জন্যই তাকে মৃত্যুবরণ করতে হয়। জয়নাল মেম্বার ছিল বালিগাঁও ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে তার পরিবারে নেমে আসে অন্ধকার, তার ৫ বছর বয়সের এক ছেলে ও ৩বছর বয়সের এক মেয়ে নিয়ে তার স্ত্রী খুব কষ্টে জীবন যাপন করছেন। তার পরিবারের অভিযোগ জয়নাল মেম্বারের খুনিরা এখনও প্রকাশ্যে গুরে বেড়াচ্ছেন পুলিশ তাদের গ্রেফতার করছেন না। জয়নাল মেম্বারের স্ত্রী জয়নাল মেম্বারের হত্যার বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।