
নিজস্ব প্রতিনিধি :ওমর আলম
ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ছাগলনাইয়া উপজেলা খাদ্য কর্মকর্তা রাসেল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর নিওরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিন তারালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউছুফ চৌধুরীর সেজো ছেলে। উল্লেখ্য,গত ২ সেপ্টেম্বর ফেনীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ী ফেরার পথে ফুলগাজীর আনন্দপুরে সড়ক দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।তাকে রাজধানীর নিওরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তার
মৃত্যু হয়।