আজ

  • মঙ্গলবার
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইকবাল সোবহান চৌধুরীকে ‘ভারত বন্ধু’ সম্মাননা প্রদান

আপডেট : সেপ্টেম্বর, ৮, ২০১৮, ২:৪৯ পূর্বাহ্ণ


নিউজ ডেস্ক : প্রধনমন্ত্রীর তথ্য উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ভারতের আগরতলা প্রেসক্লাব কর্তৃক ‘ভারত বন্ধু’ সম্মাননা প্রদান করা হয়েছে।
গত (রোববার) ২ সেপ্টেম্বর বিকেলে আগরতলা প্রেসক্লাবের পক্ষে ত্রিপুরা রাজ্যের আইন বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ এ সম্মাননা তুলে দেন।
ভারতের সঙ্গে বন্ধুত্ব আরো সুদৃঢ় করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাওয়ার জন্য এ সম্মাননা দেয়া হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদেরকেও সম্মাননা প্রদান করা হয়। এ সময় মন্ত্রী ও প্রেসক্লাবের কর্মকর্তারা একে একে ওবায়দুল মোক্তাদির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিয়ার রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন, পটুয়াখালী চেম্বার্স অব কামার্স এর সভাপতি মহিউদ্দিন, বাংলানিউজ ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক কিশোর কুমার সরকার, প্রবীন সাংবাদিক বিকচ চৌধুরীকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেয়া হয়।
এর আগে ভারত বাংলাদেশ সুসম্পর্ক উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠকের উদ্ধোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

error: Content is protected !!