আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘সিরিয়ায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র’

আপডেট : সেপ্টেম্বর, ১০, ২০১৮, ৭:০৪ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>>
সিরিয়ায় মার্কিন বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করছে রাশিয়া।
দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের হাজিন নামে একটি গ্রামে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ওই বোমা হামলা করেছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কো।  খবর রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থার। জেনারেল স্যাভচেঙ্কো বলেন, গত ৮ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহিনীর দুটি এফ-১৫ জঙ্গিবিমান হাজিন গ্রামে চালানো হামলায় ফসফরাস বোমা ব্যবহার করেছে। গত বছর সিরিয়ার রাকা শহরেও ফসফরাস বোমা নিক্ষেপ করেছিল মার্কিন বাহিনী। হামলার ফলে ওই গ্রামে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান। তবে এসব হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষতির বিবরণ এখনও জানা যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, ১৯৪৯ সালে স্বাক্ষরিত জেনেভা কনভেনশনের সম্পূরক প্রটোকল অনুযায়ী হলুদ ফসফরাসসমৃদ্ধ যে কোনো ধরনের সমরাস্ত্র ব্যবহার নিষিদ্ধ।

error: Content is protected !!