আজ

  • শনিবার
  • ১৬ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিকদের মহার্ঘ্য ভাতার গেজেট প্রকাশ আজ

আপডেট : সেপ্টেম্বর, ১১, ২০১৮, ১২:৩৪ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>
সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা তাদের মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ডের ডিএ’র ফাইলে স্বাক্ষর করেছেন। আজ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নিশ্চিত করেছেন।
এর আগে ২১ মার্চ সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সংবাদকর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হয়। ওই দিন পিআইবির সেমিনার কক্ষে ওয়েজ বোর্ড চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম মালিকপক্ষ ও সংবাদকর্মী, উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে এ ঘোষণা দেন।
এর আগে ২০১২ সালের জুনে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতার সুপারিশ করেছিল ওই বোর্ড। যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছিল।

error: Content is protected !!