
অফিস ডেস্ক >>>>
সুদানে মন্ত্রিপরিষদের সব মন্ত্রীকে (৩১ জন) বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। দেশের অর্থনৈতিক সংকট দূর করতে সফল না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, পুরাতন সব মন্ত্রীকে বাদ দিয় পুরো মন্ত্রিপরিষদকে নতুন করে সাজানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্থানীয় সময় মধ্যরাতে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) সভায় তিনি তার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদের সব সদস্যকে বরখাস্ত করা হচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, ফেডারেল মিনিস্টার ও মিনিস্টার অব স্টেটও রয়েছে।