
বিভাগীয় প্রতিনিধি>>>
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। বুধবার (১২ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন। সূত্র জানায়, গ্রেফতার ওই বিজিবি সদস্যের নাম নজরুল ইসলাম (৪৩)। তিনি কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশে (ব্যাটালিয়ন-২) কর্মরত আছেন। কর্মস্থল কক্সবাজার থেকে ফরিদপুরে বাড়িতে যাবার পথে চট্টগ্রামে ইয়াবাসহ ধরা পড়েন তিনি। তবে এ বিষয়ে জানতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনি আমার ডিসি স্যারের সঙ্গে কথা বলেন।