
ফুলগাজী প্রতিনিধি :রাসেল
ফুলগাজীতে এক নারীকে ধর্ষণ শেষে এক গৃহবধুকে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় লোকমান হোসেন [৪০]নামের এক ব্যক্তিকে আসামী করে মামলা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে বৈরাগপুর গ্রামের জনৈক নারী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হয়। পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই এলাকার আবদুল জলিলের ছেলে লোকমান হোসন তার মুখ চেপে নির্জনে ঝোপের মধ্যে নিয়ে যায়। পাশবিক নির্যাতন শেষে পরনে থাকা কাপড় দিয়ে ফাঁস দেয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে লোকমান হোসেনকে আসামী করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবির ধর্ষনের ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ধর্ষক লোকমান হোসেন পলাতক থাকায় গ্রেফতারের চেষ্টা চলছে।