শহর প্রতিনিধি>>>সাইফুল ইসলাম
ফেনীতে ৬ ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহসম্পতিবা শহরের কলেজ রোড়স্থ আপ্যায়ন টাওয়ারের সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরতলীর কাজীরবাগের এক রাজমিস্ত্রী ছিনতাইকারী চক্রের কবলে পড়ার খবরটি এমপি নিজাম উদ্দিন হাজারী শুনার পর ওই রাজমিস্ত্রীকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে মো. শাহিন (১৯), মো. সুজন (২০), তুহিন (১৯), সাগর মোল্লা (১৯) ও শারমিন আক্তারকে (১৫) হাতে নাতে ধরেন তিনি। পরে তাদের পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত কলেজ রোড়ে মানুষকে হয়রানী ও ছিনতাই করে সর্বস্ব লুটে নিচ্ছে। এতদিন এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।