আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওমরা পালনকারীদের জন্য নতুন সুবিধা জানালো সৌদি সরকার

আপডেট : সেপ্টেম্বর, ১৯, ২০১৮, ৩:৪৬ অপরাহ্ণ

এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের দেশটির সকল শহর ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুলআজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে ওমরা পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় ১৫ দিন অবস্থান করতে হবে।

তিনি জানান, গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।

দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে।

error: Content is protected !!