আজ

  • মঙ্গলবার
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাম জোটের মিছিলে পুলিশের হামলায় নিন্দা জানালেন ড. কামাল

আপডেট : সেপ্টেম্বর, ২১, ২০১৮, ৭:৪৫ অপরাহ্ণ

সালাহ্উদ্দিন মজুমদার>>>

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলায় নিন্দা জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলায় নিন্দা জানিয়ে ড. কামাল হোসেন ও গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। অথচ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলতে গেলে পুলিশ নির্যাতন করছে।

বিবৃতিতে তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এ ধরনের পুলিশি নির্যাতন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা।

error: Content is protected !!