
স্টাফ রিপোর্টার>>> শাহজাহান
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের জলসা মার্কেটের নবম তলার ছাদে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িতের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আটক করার বিষয়টি নিশ্চিত কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আউয়াল ওরফে ডালিম (৩০), ফারুক (২৭), কবির (২৭), জাহাঙ্গীর আলম (২৪), বাবলু (২৮), সেলিম (৩৫)।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার দুইজনকে বোরকার দোকানের কাজের জন্য ডেকে নিয়ে সন্ধ্যার দিকে মোবাইল চুরির অপবাদ দিয়ে জলসা মার্কেটের ছাদে নিয়ে ওই দুই কিশোরীকে পালাক্রমে আটজন ধর্ষণ করে। ঘটনার তথ্য পেয়ে ঘটনার মূল হোতা আব্দুল আউয়াল ডালিমসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আর দুই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।