আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী নদী থেকে ১ শিশুর লাশ উদ্ধার

আপডেট : সেপ্টেম্বর, ২৪, ২০১৮, ১০:০৩ অপরাহ্ণ


স্টাফরিপোর্টার>>> ওমর আলম
ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্টে রবিবার সন্ধ্যায় নদীর পানিতে ভেসে যাওয়া পথ শিশু উজ্জলের (১০) মরদেহ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফেনী নদী থেকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় মুহুরী রেগুলেটরের নিচে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে নদীতে ভেসে যায় উজ্জল নামে ওই পথ শিশু। সোমবার বেলা ১০টার দিকে নদীর পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার আরফান মিয়ার ছেলে । পরিবারের সদস্যদের সাথে ফেনী শহরের খাজুরিয়ায় বস্তিতে বসবাস করে। রবিবার উজ্জল সহ আরো ৫ জন পথশিশু বোতল সংগ্রহ করতে মুহুরী প্রজেক্ট আসে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন একটি শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, জিডি করে শিশুটির মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!