আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রুশ বিমান বিধ্বস্ত করার দায় এবার ইরানের ওপর চাপাল যুক্তরাষ্ট্র

আপডেট : সেপ্টেম্বর, ২৫, ২০১৮, ৩:৪২ অপরাহ্ণ

অফিস ডেস্ক>>>

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এবার ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে সোমবার এ অভিযোগ উত্থাপন করেন। খবর রয়টার্সের। জন বোল্টন বলেন, সিরিয়া ও লেবাননে হামলার পাশাপাশি সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত করার মূল দায় ইরানের। তবে ইরান এ মার্কিন দাবিকে ভিত্তিহীন বলেছে- ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র। এ কারণেই আবোলতাবোল বকছে। ইসরাইলের অপকর্মের দোষ এখন ইরানের কাঁধে চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন। রাশিয়ার বিমান ভূপাতিত করার জন্য এমন সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানকে দায়ী করলেন, যখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার আইএল-২০ বিমান ভূপাতিত হওয়ার জন্য ইসরাইলকে দায়ী করেছে। রাশিযা বলেছে, ইসরাইলি জঙ্গিবিমানগুলো রাশিয়ার বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে লাতাকিয়ায় হামলা করে যাচ্ছিল। এ সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ১৫ আরোহীর সবাই নিহত হন।

 

error: Content is protected !!