
স্টাফ রিপোর্টার>>>মহি উদ্দিন
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ের জামালকান্দি গ্রামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন কবির মিয়ার ছেলে মো.অলিউল্লাহ (২৮) ও মো. খলিউল্লাহ (২৫)।
আজ সন্ধ্যায় জামালকান্দি গ্রামের ধৈইঞ্চা ক্ষেতে তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহতের চাচা মো. ফারুক মিয়া জানান, নজরপুর ইউনিয়নের জামালিয়াকান্দি গ্রামে নিহতদের চাচাতো মামা রাশেদের সাথে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। এরই মধ্যে একটি মামলায় জেলে চলে যান খলিল। গত রোববার জামিনে বের হয়ে আসেন তিনি।
দ্বন্দ্বের জের ধরে গত বুধবার দুপুরে খলিল ও তার ভাই অলিউল্লাহ তার চাচাতো মামা রাশেদের বাড়িতে গিয়ে মারপিট করেন। এতে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়।
খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।