স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
ফেনী শহরে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার অভিযানকালে শহরের কলেজ রোডের আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে তিন বিক্রেতাকে কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আখিনুর জাহান নীলা টাস্কফোর্স অভিযানে বের হন। শহরের বিভিন্ন স্থানে মাদকের স্পটে হানা দেয় টাস্কফোর্স। কলেজ রোডের পৌরসভা সংলগ্ন আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে থেকে মো: সুমন (২৭), দোলোয়ার (৩০) ও মো: আনোয়ার (৩৭) কে ইয়াবার সরঞ্জাম ও ৪শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ উপস্থিত ছিলেন।