
অফিস ডেস্ক>>>
ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের বেকের বাজার নিজ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে’র কেক কাটেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফেনী ৩ সোনাগাজী দাগনভুঞা আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি বাশার গ্রুপে’র চেয়ারম্যান আবুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল মোঃ আবু নাছের আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হক মিন্টু দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জিয়া উদ্দিন মাসুদ শ্রম বিষায়ক সম্পাদক নুরের চাপা পলাশ,
দাগনভুঞা পৌরসভা কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, সাবেক উপজেলা ছাএলীগের সভাপতি জেলা যুবলীগের সদস্য নুরুল আবছার সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক নুর নবি হিরো যুন্গ আহবায়ক শাহজাহান সাবেক প্যনেল মেয়র হোসেন সাবেক দাগনভুঞা উপজেলা ছাএলীগের সভাপতি একরামউল্লা এতে উপস্থিত ছিলেন দাগনভুঞা বিভিন্ন ইউনিটের আবুল বাশার সমর্থক গোষ্ঠীর স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় অতিথির বক্তব্য আবুল বাশার বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেএীতে এগিয়ে যাচ্ছে দেশ এর ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আজ এই জন্মদিনে এটা হোক আমাদের স্লোগান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী’র সুস্থতায় কামনায় এতিমখানায় এতিম দের মাঝে মিষ্টি বিতরণ করেন