আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

আপডেট : সেপ্টেম্বর, ৩০, ২০১৮, ৩:১৩ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সাথে একমত পোষণ করে যে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

বার্নিকাট জানান, এই আইন নিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর গণমাধ্যম প্রতিনিধিদের আলোচনার আহ্বানকে আমরা স্বাগত জানাই।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, এ আইনের পরিবর্তন বিবেচনা করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি, যাতে এটি সংবিধান এবং মানবিক, নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

error: Content is protected !!