আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়াইগ্রামে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ গ্রেফতার ৫

আপডেট : সেপ্টেম্বর, ৩০, ২০১৮, ২:৩০ অপরাহ্ণ

প্রতিনিধি>>>
নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার জুবায়ের হোসেনসহ সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।


শনিবার রাতে দেড়টার দিকে বড়াইগ্রামের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের নাটোর ইউনিটের কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রামের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- জেএমবির আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেন (৩৫) দোগাছি গ্রামের আজিমউদ্দিনের ছেলে, দোগাছি গ্রামের মোকসেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ফরহাদ (৩৬), গুনাইহাটি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন আব্বাস (৩৮) এবং দোগাছি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল (৩২) ও জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামের রজব আলীর ছেলে জাকারিয়া (২৩)। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

error: Content is protected !!