আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৬ ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার

আপডেট : সেপ্টেম্বর, ৩০, ২০১৮, ৪:০০ অপরাহ্ণ


মালয়েশিয়া প্রতিনিধি>>>সাগর
মালয়েশিয়ায় ৬ ইমিগ্রেশন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন দেশের অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।
শুক্রবার সকালে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এদের গ্রেফতার করা হয়। অভিযোগে প্রকাশ, চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, নেপাল, ইরান ও উজবেকিস্তানের নাগরিকদের প্রবেশের সুযোগ করে দেয়ায় আটককৃতদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।
এদিকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ক্ষমা প্রার্থনা এবং পুনর্নিবন্ধনের ‘থ্রি প্লাস ওয়ান’ প্রোগ্রাম শেষ হওয়ার পর ‘মেগা থ্রি অপস’ নামে চলছে ধড়পাকড়। আর এ ধড়পাকড়ের ভয়ে আত্মগোপন করেও রেহাই পাচ্ছেন না বিদেশি কর্মীরা।
খুঁজে খুঁজে আটক করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। এমন পরিস্থিতিতে জরিমানা দিয়েও দেশে ফিরতে পারছেন না তারা। এছাড়া বৈধ কাগজ থাকা সত্ত্বেও হয়রানির শিকার হচ্ছেন অনেকে। এ পর্যন্ত কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, ৭ হাজারেরও অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

error: Content is protected !!