আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘কর্তৃত্ববাদী’ হাসিনা সরকারকে সমর্থন করবেন না – এস কে সিনহা

আপডেট : অক্টোবর, ৩, ২০১৮, ১০:৫২ পূর্বাহ্ণ


সালাহ্উদ্দিন মজুমদার>>>
বাংলাদেশের বর্তমান সরকারকে ‘অগণতান্ত্রিক’ ও ‘কর্তৃত্ববাদী’ আখ্যা দিয়ে তাকে সমর্থন না করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
যুক্তরাষ্ট্রে নিজের লেখা বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এই আহ্বান জানান। মঙ্গলবার এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।
সিনহা হাসিনা সরকার সম্পর্কে ভারতকে সতর্ক করে বলেন, ‘বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে সমর্থন করা ভারতের উচিত না। কারণ দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে।
তারা (হাসিনা সরকার) জোর করে এক বা দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু এক সময় মানুষ বিদ্রোহ করবেই। এক পর্যায়ে ভারত বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারাবে।’
বক্তব্যে সিনহা অভিযোগ করেন, “হাসিনা সরকারের ‘অগণতান্ত্রিক’ ও ‘কর্তৃত্ববাদী’ শাসনের বিরোধিতা করার কারণেই তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়।” সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় থেকে নিয়োগ পাওয়া প্রথম প্রধান বিচারপতি।
পদত্যাগের পর তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তিনি ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামে একটি বই লিখেছেন, যেখানে বিচাপতি থাকাকালে নানা ঘটনা, কী পরিস্থতিতে তিনি দেশ ত্যাগ ও পদত্যাগ করেন সে সম্পর্কে কথাবার্তা রয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন- এমন অভিযোগের জবাবে সিনহা বলেন, ‘আমার রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা নেই। আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র থাকবে। আইনের শাসন থাকবে।’
এক প্রশ্নের জবাবে সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘আমি উদ্বেগের বিষয়গুলো নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। তারপরও জানি না কী কারণে তারা এ ধরনের একটি সরকারকে সমর্থন করছে। আমি জানি দীর্ঘদিন ধরে ভারত এটা করতে থাকলে তাদের মূল্য দিতে হবে।’

error: Content is protected !!