স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
বদলির আদেশের পর ফেনীতে যোগ দিচ্ছেন পাঁচ বিচারক। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মাহাবুবার রহমান সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে ব্রাক্ষনবাড়িয়া’র সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদকে ফেনীর সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট, বান্দরবনের সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীকে ফেনী জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (প্রেষণ), ভোলা জেলার মনপুরা চৌকির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. বদিউল আলমকে ফেনীর সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট, সিলেটের সহকারী জজ এ এস এম এমরানকে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাক্ষনবাড়িয়া’র সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনকে ফেনীর সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ২৭৪ জন বিচারককে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের ৩ অক্টোবরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে ওই প্রজ্ঞাপনে।