আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনে অঙ্গিকার -বাল্য বিবাহ থেকে দূরে থাকবো

আপডেট : অক্টোবর, ১০, ২০১৮, ১২:০৫ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
ফেনীতে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “গড়তে শিশুর ভবিষ্যত, স্কুল হবে নিরাপদ” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী ফেনী শাখার আয়োজনে ও ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় ০৯ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শিশু সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস, এম ছাইদুর রহমান, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা এনজিও ফেডারেশনের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, নির্বাহী সচিব লিয়াকত আলী আরমান, এনজিও সংগঠন ফেয়ারের নির্বাহী পরিচালক কাজী সালাউদ্দিন নোমান প্রমুখ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বাল্য বিবাহ সম্পর্কে মেয়েদের সচেতন হতে হবে।কোন ভাবেই মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেয়া উচিত হবে না।
বাল্য বিবাহ থেকে দূরে থাকবো এটাই হোক আমাদের অঙ্গিকার। বাল্য বিবাহকে আমাদের না বলতে হবে।
মানববন্ধনে শহরের বিদ্যালয়গুলোর মধ্যে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, বালিকা বিদ্যানিকেতন স্কুল, শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়, পিটিআই স্কুলের প্রায় পাচঁ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

error: Content is protected !!