আজ

  • বৃহস্পতিবার
  • ১৪ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে মাদকাসক্তদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের এ্যাকশান শুরু

আপডেট : অক্টোবর, ১০, ২০১৮, ২:২৭ পূর্বাহ্ণ


সালাহ্উদ্দিন মজুমদার>>>
ফেনীতে মাদকাসক্তদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের এ্যাকশান শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ফেনী পৌর মার্কেটস্থ কার্যালয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. নুর হোসেন।
সভায় জেলা আ.লীগের সহ-সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন নাসিম, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এএলবি, কাজীরবাগ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ সোহাগ, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময নিজাম উদ্দিন হাজারী সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের রাহুগ্রাস থেকে রক্ষা করতে হবে। এজন্য আপনারা যার যার এলাকায় মাদক নির্মূলে কঠিন ভাবে কাজ করবেন। যদি আমাদের দলের কেউ মাদকের সাথে সমপৃক্ত থাকে তাদের বিরুদ্ধেও কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি।

তিনি আরো বলেন, আজ থেকে মাদকসেবীদের বিরুদ্ধে এ্যাকশন শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ফেনী জেলা আওয়ামী লীগ বদ্ধপরিকর। ফেনীর প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতাকমীদের নির্দেশ প্রদান করেন।

error: Content is protected !!