
স্টাফ রিপোর্টার>>>সোলেয়মান মাহদী
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের বাড়ীসহ আরো একাধীক বাড়ীতে পুলিশের তল্লাশি অভিযান চালানোর প্রতিবাদে ক্ষোভ প্রকাশসহ তীব্রনিন্দা জানাচ্ছে দলটির নেতা কর্মীরা। আজ সন্ধার পূর্বে ফেনী শহরের রামপুর এলাকায় সালাউদ্দিন মামুনের বাড়ীসহ আরো একাধীক বাড়ীতে তল্লাশি অভিযান চালিয়েছে ফেনী জেলা পুলিশ প্রশাসন।অভিযান চালানোকালীন পুলিশ মামুনের পরিবারের লোকজনের সাথে অহেতুক অশোভন আচরণ করেছে বলে অভিযোগ করেন,পরিবারের সদস্যরা।কোন কারণ ছাড়া হঠাৎ ফেনী জেলা ছাত্রদল সভাপতি মামুনের বাড়ীতে পুলিশের তল্লাশি অভিযান চালানো ও পরিবারের লোকজনের সাথে অশোভন আচরণ করায়,ফেনী সদর উপজেলাসহ জেলার ছয়টি উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীগণ দমন-পীড়ন ও হামলা-মামলার ভয় দেখানোর উদ্দেশ্যে অহেতুক পুলিশি এই অভিযানের বিরুদ্ধে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।জেলা পুলিশ প্রশাসনের চালানো অভিযান প্রসঙ্গে ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে,শহরের রামপুর এলাকায় কিছু জঙ্গি গোপনে অবস্থান করছে।সংবাদটি জানার পর পুলিশ এই অভিযান চালায়,তবে পুলিশ অভিযানকালীন কাউকে গ্রেপ্তার করেনি বলে ও জানান তিনি।