আজ

  • শনিবার
  • ১৬ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তুরস্ক-যুক্তরাষ্ট্র সমঝোতা, মুক্তি পাচ্ছেন এন্ড্রু ব্রানসন

আপডেট : অক্টোবর, ১২, ২০১৮, ৯:২০ অপরাহ্ণ


অফিস ডেস্ক>>>
বহুল আলোচিত যুক্তরাষ্ট্রে ধর্মযাজক এন্ড্রু ব্রানসনকে অবশেষে মুক্তি দিতে যাচ্ছে তুরস্ক। এন্ড্রু ব্রানসনের মামলার শুনানির সময় শুক্রবার তাকে মুক্তির আবেদন জানানো হয়। তবে এ বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।
কিন্তু তুর্কি কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরে আসায় ধারণা করা হচ্ছে ওই মার্কিন যাজককে মুক্তি দেয়া হবে। তুর্কি আদালত ওই আবেদন মঞ্জুর করলে তিনি খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র ফিরতে পারবেন। 
এর আগে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। 
খবরে বলা হয়েছিল, তুরস্কে আটক মার্কিন নাগরিক ধর্মযাজক এন্ড্রু ব্রানসনের মুক্তির বিষয়ে তুরস্ক-যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে।
এনবিসির ভাষ্যমতে, হোয়াইট হাউস আশা করছে শিগগিরই ব্রানসনকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এমনটি জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

error: Content is protected !!