স্টাফ রিপোর্টার>>>সোলেয়মান মাহদী
নতুন চমক নিয়ে তৈরি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। নির্বাচনের ১০ দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করবেন।
ইশতেহারে অন্যতম অঙ্গীকার হবে দেশব্যাপী নতুন কর্মসংস্থান।
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের স্লোগান ছিল দিন বদলের সনদ, ২০১৪ তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম জানালেন, দেড় কোটি নতুন ভোটারের জন্য নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার সমাধানপথ থাকবে আগামী ইশতেহারে।
এছাড়াও চরাঞ্চলের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তৃণমূলের নারীদের স্বাস্থ্যসেবাসহ তরুণ উদ্যোক্তা তৈরি করার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি।