আজ

  • শনিবার
  • ১৬ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে নবনির্মিত ছাত্রী হোস্টেলের উদ্বোধন

আপডেট : অক্টোবর, ১৩, ২০১৮, ১২:৪৭ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
ফেনী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে নবনির্মিত ছাত্রী হোস্টেলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৫ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করে। একই দিন কলেজের পুননির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। অনার্স শিক্ষাথীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো. মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর বিমল কান্তি পাল। আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক রবিউল হক রবিন, ছাত্রী কানিজ ফাতেমা নাদিয়া।
প্রসঙ্গত; ছাত্রী হোস্টেল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’ নামে নামকরনের দাবী জানিয়েছে সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু। এ সংক্রান্ত একটি আবেদন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের হাতে তুলে দেয়া হয়। অধ্যক্ষ তাৎক্ষনিক নামকরনের অনুমোদন দেন।

error: Content is protected !!