আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী ১ আসনের মনোনয়ন প্রার্থী খায়রুল বাশার মজুমদারের গনসংযোগ

আপডেট : অক্টোবর, ১৩, ২০১৮, ৩:৫৯ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
ফেনী ১,(ফুলগাজী,পরশুরাম,ছাগলনাইয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনয়ন পেতে অবিচল জেলা শাখার সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।দলের মনোনয়ন পেতে তিনি এলাকায় গনসংযোগ,সভা-সমাবেশ,জনসভা অব্যাহত রেখেছেন।
গঠন করেছেন কেন্দ্র কমিটি।

গত ৫ জানুয়ারী২০১৪ সালের নর্বাচনে ওনি আওয়ামীলীগ থেকে ফেনী ১ আসনের মনোনয়ন পান,কিন্তু আসনটি জাসদ কে ছেড়ে দেন দলীয় প্রধান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেন।
খায়রুল বাশার মজুমদার তপন বলেন,দলকে সংগটিত করতে এবং আসন্ন জাতীয়সংসদ নির্বাচন নৌকা প্রতীক কে জয়ী করতে কাজ করে যাচ্চি। আমি দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইব।
আশা করছি তিনি আমাকে মনোনয়ন দিয়ে এই আসনে কাজ করার সুযোগ দিবেন।

তিনি আরো বলেন ফুলগাজী,পরশুরাম,ছাগলনাইয়া উপজেলার সাধারণ জনগনের পাশে দীর্ঘ ছাএ রাজনীতি থেকেই আছি।
ছাএ রাজনীতি থেকে এই পর্যন্ত দলের সুদিনে-দুর্দিনে বিভিন্ন কর্মকান্ডে সবসময় সময় দিয়ে এসেছি আর এই জন্য ফেনী ১ আসনের প্রার্থী দলীয় মনোনয়ন জন্য আমি শত ভাগ আশাবাদী।
এখানকার জনগন নৌকায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন বলে তিনি বলেন।
ফেনী ১ আসনের দলীয় প্রার্থী বলতেই খায়রুল বাশার তপন,নাম ওঠে আসেন, ফেনী ১ আসনে তাহার বিকল্প নেই বললেই চলে।

error: Content is protected !!