আজ

  • শনিবার
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে আ’লীগের গণসংযোগ শুরু

আপডেট : অক্টোবর, ১৪, ২০১৮, ৯:০৫ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার >>> সোলেয়মান মাহদী
ফেনীতে আওয়ামীলীগের নির্বাচনী গণসংযোগ শুরু হয়েছে। রবিবার বিকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী লিফলেট বিতরণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর আওয়ামীলীগের আয়োজনে শহরের বড় বাজারে গণসংযোগ শেষে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে ক্লাবের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করে বড় বাজারের সওদাগর পট্টি, জেবি রোড, খদ্দরপট্টি ও তাকিয়া রোডে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল করিম, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও দলীয় জনপ্রতিনিধিগণ অংশ নেন।

error: Content is protected !!