
সালাহ উদ্দিন মজুমদার>>>>
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজানো রায় প্রত্যাহারের দাবীতে ফেনীতে জেলা স্বেচ্ছাসেবক দল সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক এস.এম কায়সার এলিন এর নেতৃত্বে মিছিলে যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোরশেদ আলম রাসেল, জেলা সদস্য ফরহাদ ফরায়েজী, দাগনভূঞার ইঞ্জিনিয়ার সোহেল, ভিপি ইমামসহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি শহরের বড় মসজিদ থেকে শুরু হয়ে সেন্ট্রাল হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয়।