স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
ফেনীতে ৬শ পিস ইয়াবাসহ নুর নবী (২৭) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর। সোমবার বেলা ১টার দিকে শহরের পাঠান বাড়ী রোডের শরিফা কুঠিরের চতুর্থ তলা থেকে আসামীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সে ফুলগাজী উপজেলার মনতলা গ্রামের বেনু মেম্বার বাড়ীর আবুল খায়েরের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী উপ-পরিদর্শক টিপু সুলতানের নেতৃত্বাধীন টিম। এ সময় ৬শ পিস ইয়াবাসহ নুর নবীকে গ্রেফতার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।