আজ

  • শনিবার
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইউরোপে অবৈধ ইমিগ্রেশনকে নিরুৎসাহিত করতে সভা অনুষ্ঠিত

আপডেট : অক্টোবর, ১৭, ২০১৮, ৩:৪৫ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ১৩ অক্টোবর অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউরোপে অবৈধ ইমিগ্রেশনকে নিরুৎসাহিত করার আহ্বান জানান জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

জার্মানি ছাড়া চেকপ্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও রোমানিয়ার দায়িত্বে আছেন জ্যেষ্ঠ এ কূটনীতিক।
এতে সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ইঞ্জি. ড. জয়নুল আবেদিন এবং পরিচালনা করেন মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোল্যান্ডের কাতোভিচ নগরীতে দায়িত্বরত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জি. ওমর ফারুক, চেকপ্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেশন বিভাগের প্রধান ইয়ান কেপকা, প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের হেড অব চ্যান্সেলর ড. মিলান প্রাসিল, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের অন্তর্বর্তীকালীন প্রধান শাহগীর বখত ফারুক, আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আলীম আল রাজি, প্রাগের তিন কমিউনিটি ব্যক্তিত্ব ডা. ফাইজুল ভূঁইয়া মামুর, ডা. রমেশ বিশ্বাস, কামাল হেনাসহ ইউরোপের অন্য দেশের আয়েবা নেতৃবৃন্দ।

error: Content is protected !!