আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশকে তথ্য দেয়ায় ইয়াবা ব্যাবসায়ীর হাতে যুবক খুন

আপডেট : অক্টোবর, ১৯, ২০১৮, ৪:৫৮ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>সোলেয়মান মাহদী

গাইবান্ধার সাদুল্যাপুরে ইয়াবা ব্যাবসয়ীদের হাতে এক যুবক খুন হয়েছেন।
নিহতের নাম হাবিবুর রহমান হাবিব  (২৫)। পেশায় তিনি মুরগি ব্যবসায়ী।
পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। 
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াবা বিক্রেতা স্বাধীন মিয়া ও এনামুল হক পলাতক রয়েছেন।  
স্থানীয়রা জানান, স্বাধীন মিয়া ও এনামুল হক দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। কিছু দিন আগে স্বাধীন মিয়া পুলিশের হাতে ধরা খেয়ে জেলে যান। 

সম্প্রতি স্বাধীন মিয়া জেল থেকে বেরিয়ে আসেন। হাবিবুর রহমানের তথ্যের কারণে স্বাধীন মিয়াকে পুলিশে আটক করেছে বলে তাকে দায়ী করেন তারা।  
এরই জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে স্বাধীন ও এনামুল ওই গ্রামের মদিনা প্রজেক্টসংলগ্ন আকবর হোসেনের ছেলে হাবিবুরের বাড়িতে যায়। 
এর পর হাবিবুরকে ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন টের পেয়ে ওই বাড়িতে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।  

পরে হাবিবুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সাদুল্যাপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান। 
এ ঘটনায় সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ হত্যাকারী এনামুলের বাবা ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। 

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।   

error: Content is protected !!