আজ

  • বুধবার
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পরশুরাম কবি শামছুন নাহার বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব

আপডেট : অক্টোবর, ২০, ২০১৮, ৮:০১ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>> ওমর আলম
ফেনীর পরশুরামে ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি শামছুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূতির্তে সূবর্ণ জয়ন্তী উৎসব শনিবার পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রভোষ্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রিয়াদ মাহমুদ, গুথুমা কেবিএ আজিজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, কবি শামছুন নাহার মাহমুদ এর নাতনি ড. জেবা মাহমুদ।

স্কুলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
স্কুলের প্রাক্তণ ছাত্রী রাবেয়া সুলতানা ও নুসরাত জান্নাত এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পরশুরাম বনিক সমিতির সভাপতি আবু তালেব মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঞা, অভিভাবক কাজী তোফায়েল আহমেদ বাবর, স্কুলের সিনিয়র শিক্ষক মহি উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম বাদল, সোনাগাজী পৌরসভার মেয়র এড .রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফা, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরীসহ প্রায় সাড়ে তিন হাজার ছাত্রীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!