
স্টাফ রিপোর্টার>>> তুহিন
ফেনীতে ভারতীয় নিষিদ্ধ ১শ ২৯ বোতল ফেনসিডিলসহ সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে বিজিবি সদস্যরা। রোববার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ববাঁশতলায় এলাকাবাসীর সহায়তায় এ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় অর্ধ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারকারীরা সিএনজিযোগে ফেনসিডিল পাচারের সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে ১শ ২৯ বোতল ফেনসিডিলসহ সিএনজি চালিত অটোরিক্সা রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করে মামলা দায়ের শেষে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে।
তাৎক্ষনিক খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মাদক বিরোধী কমিটির সদস্যদের একতাবদ্ধ থেকে মাদকের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখার আহবান জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ফেনসিডিলসহ সিএনজি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবির সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছে।